Site icon Jamuna Television

প্রথম টেস্টে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে আজ মাঠে নামবে ভারত। কানপুর গ্রিন পার্কে সকাল ১০ টায় শুরু হবে টেস্টের প্রথম দিনের খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশা নিয়ে দেশে ফিরলেও ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় স্বাগতিকরা। ৩-০ ব্যবধানে সফরকারিদের হোয়াইট-ওয়াশ করে চনমনে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া।

নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি ছুটিতে থাকায় প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। এদিকে, স্পিন দিয়েই স্বাগতিকদের কাবু করার পরিকল্পনার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। প্রেরণা হিসেবে থাকছে সাউদাম্পটনে ভারতকে হারিয়ে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুখস্মৃতি।

Exit mobile version