Site icon Jamuna Television

ন্যাজাল ভ্যাকসিন নিলেন পুতিন; ট্রায়াল শুরু করেছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

করোনা প্রতিরোধে এবার ন্যাজাল ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে রাশিয়া। ট্রায়ালে অংশ নিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নিজেই এ তথ্য জানিয়েছেন পুতিন।

রাশিয়ার উৎপাদিত স্পুটনিক ভি টিকারই ন্যাজাল ভার্সন এটি। অর্থাৎ প্রয়োগ করা হবে নাসারন্ধ্রে স্প্রে করার মাধ্যমে। এতে ওষুধ থাকবে পাউডার ফর্মে। আগামী বছর থেকেই টিকাটি বিদেশে রফতানির পরিকল্পনাও জানায় মস্কো। গত রোববারই করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন পুতিন।

সুচের মাধ্যমে প্রয়োগের বদলে ন্যাজাল স্প্রে ব্যবহার করে টিকা দেয়ার পরীক্ষা চলছে বিভিন্ন দেশে। রাশিয়ায় উৎপাদিত ভ্যাকসিন, স্পুটনিক ভি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউরোপীয় মেডিসিনস এজেন্সির অনুমোদন পায়নি।

পুতিন বলেন, নিঃসন্দেহে সুখবর। প্রথম ডোজ টিকার কার্যকারিতা কমে আসায় বুস্টার ডোজ নিয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই ন্যাজাল স্প্রের মাধ্যমেও টিকা নিলাম। আমাকে গভীর নিঃশ্বাস নিতে বলা হয়। নেয়ার পর ১৫ মিনিটের মতো পর্যবেক্ষণ করা হয়। কোনো ধরনের সমস্যাই অনুভব হয়নি।

ইউএইচ/

Exit mobile version