Site icon Jamuna Television

কুমিল্লার সোহেল ও হরিপদ হত্যার ভিডিও ভাইরাল

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে হত্যার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীদের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়।

২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায় মুখোশধারী দুইজন প্রকাশ্যে গুলি করতে করতে কাউন্সিলরের কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখোশধারী দুইজন পিস্তল নিয়ে কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ের সামনে দৌড়ে আসেন।

এর মধ্যে একজন ভেতরে ঢুকে প্রথম দফায় গুলি চালায়। কিছুক্ষণ পর অপরজন গুলি ছোঁড়ে। এসময় রাস্তায় কোনো মানুষ দেখা যায়নি। আশপাশের দোকানগুলোও ছিল বন্ধ।

ঘটনার পর অস্ত্রধারী যুবকরা স্থান ত্যাগ করলে আশপাশের লোকজনকে বের হতে দেখা যায়। মঙ্গলবার রাতে কাউন্সিলর সোহেল ও হরিপদ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে নিহত সোহেলের ভাই একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version