Site icon Jamuna Television

সিঙ্গাপুর পাঠানো হচ্ছে কবীরকে

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত কবিরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হবে। পরিবারের সম্মতিক্রমে এবং ইউএস-বাংলার তত্ত্বাবধানে তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড।

আজ শনিবার এক ব্রিফিংয়ে বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ও সেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আগামীকাল রোববার অথবা সোমবার তাকে সিঙ্গাপুর নেয়া হতে পারে। কবির এখন লাইফ সাপোর্টে রয়েছেন। তার ফুসফুস ও লিভারে আঘাতের কারণে তার কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। শ্বাসনালি ঠিকমতো কাজ করছে না। এছাড়া তার শরীরে ফ্র্যাকচারও রয়েছে। তার নিউমোনিয়া ও জন্ডিসের সে সমস্যা ছিল সেগুলো বর্তমানে স্বভাবিক রয়েছে।

তবে অপর আহতদের মধ্যে শাহিন ব্যাপারীর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া অন্য রোগীরা ভালো আছেন বলে জানান ডা. সামন্ত লাল সেন।

Exit mobile version