Site icon Jamuna Television

৩০০ বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাষ্ট্রজুড়ে সাইবার হামলা, ইরানি হ্যাকারদের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে ৩০০ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগে ইরানের একটি কোম্পানি ও ১০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোম্পানি, সরকারি সংস্থা ও জাতিসংঘে সাইবার হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নিয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এসব হ্যাকাররা ইরানি সরকারের কর্মকর্তা হিসেবে চাকরি না করলেও তারা দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিএস) হয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে সাইবার হামলা পরিচালনা করছেন।

নিষেধাজ্ঞা আরোপিত ১০ ব্যক্তির একজন বাদে সবাই ইরানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাবনা ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্কযুক্ত। তারা আইআরজিএস ও ইরানি বিশ্ববিদ্যালয়ের পক্ষ নিয়ে হ্যাকিং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ১৪৪টি ও ব্রিটেন, কানাডাসহ ২১টি দেশের ১৭৬টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ব্যবস্থায় ব্যাপক সুসমন্বিত হামলা চালিয়েছে মাবনা ইনস্টিটিউট। তারা প্রায় ৩১ টেরাবাইট তথ্য-উপাত্ত হাতিয়ে নিয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন বলেন, এসব আসামিরা ন্যায়বিচার থেকে পালিয়ে রয়েছেন। যারা আমাদের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে আমাদের মেধাস্বত্ব চুরি করে লাভবান হতে চান, বিচার বিভাগ অবশ্যই এ বিষয়ে তদন্ত করবে ও অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

Exit mobile version