Site icon Jamuna Television

এক সপ্তাহে ৫৮ বিলিয়ন ডলার খোয়ালো ফেসবুক

গোপনে ব্যবহারকারীদের তথ্য বিক্রির কেলেঙ্কারি ফাঁস হওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৫৮ বিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্য খুইয়েছে ফেসবুক। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৪ লাখ ৬৪ হাজার কোটি।

এক সপ্তাহ আগে সামাজিক মাধ্যমটির শেয়ারমূল্য ১৭৬ দশমিক ৮০ থেকে নেমে শুক্রবার এসে দাঁড়িয়েছে ১৫৯ দশমিক ৩০ ডলারে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগের পর থেকেই তাদের শেয়ারে ধস নামে। এদিকে অভিযোগের সত্যতা প্রমাণের পর ব্যক্তিগতভাবে সবার সামনে এসে ক্ষমা চান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে তার ক্ষমা চাওয়া তেমন ফলপ্রসূতা এনে দিতে পারেনি ফেসবুকের শেয়ারবাজারে। ক্ষুদ্ধ বিনিয়োগকারীরা লোকসানের আশঙ্কায় এরই মধ্যে বিক্রি করেছেন অনেক শেয়ার।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা শঙ্কায় আছেন কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ায় নতুন আইনি জঠিলতায় পড়তে পারে প্রতিষ্ঠানটি। ফলে চূড়ান্তভাবে এর ব্যবসার পরিধি কমে আসতে পারে। এছাড়া বিজ্ঞাপনী সংস্থাগুলোর কেউ কেউ ইতোমধ্যে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। তবে তাদের মধ্যে বেশিরভাগ বিজ্ঞাপনী সংস্থা বিকল্প কোথাও যাওয়ার জায়গা না থাকায় আপাতত ফেসবুকেকেই তাদের বিজ্ঞাপন দেবে।

Exit mobile version