Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত?

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ভারতের অংশগ্রহণ নিয়ে দ্বিধা প্রকাশ করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করে সরকার সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। তবে এই টুর্নামেন্টে ভারতসহ সকল দলই অংশ নেবে এমনটাই আশা করছে আইসিসি।

পরিকল্পিত নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে এবারের আসর সফল করতে চায় পাকিস্তান। এর আগে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে গিয়েও সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড।

এর পর পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বিকৃতি জানায় ইংল্যান্ড। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো বড় ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে।

Exit mobile version