সরকারে কাছে বছর শেষে উদ্বৃত্ত রয়ে গেছে ১৮ বিলিয়ন ডলার। আর সেটিই অন্য কোনো খাতে ব্যয় না করে বা ব্যয় না দেখিয়ে, কিংবা কোষাগারে জমা রাখা হচ্ছে না। বণ্টন করে দেওয়া হচ্ছে নগরীর এক তৃতীয়াংশ নাগরিকের মধ্যে।
হংকং সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার রাশিয়ান টিভি’র অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে হংকং সরকারের অর্থ সচিব পল চ্যান মো-পো বলেন, “বাজেট থেকে সরসরি উপকৃত হচ্ছেন না, এমন মানুষদের সহায়তার চেষ্টা করছি।”
মো-পো দেওয়া তথ্য অনুসারে, ১৮ বছর বা তার বেশি বয়সী হংকংয়ের বাসিন্দাদের মধ্যে যাদের স্থাবর সম্পত্তি নেই, সরকারি ভাতা পান না, এবং যারা বছর শেষে আয়কর দেবেন না; তারা এই অর্থ পাবেন।
কিন্তু ওপরের শর্তগুলোর আওতায় রয়েছেন কিন্তু বছর শেষে আয়কর দিতে হবে এমন ব্যক্তিরাও কিছু অর্থ পাবে। তবে এইক্ষেত্রে কিছু শর্ত রয়েছে বলে জানানো হয়।
কেউ কেউ বিষয়টিকে স্বাগত জানালেও সরকার নির্ধারিত জনপ্রতি ৫০০ ডলার অর্থ বণ্টনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
যমুনা অনলাইন: এফএইচ

