Site icon Jamuna Television

এবার বিয়ের পোশাকে পরীক্ষার হলে হাইস্কুল ছাত্র (ভিডিও)

ছবি: সংগৃহীত।

সম্প্রতি বিয়ের পোশাক পরে পরীক্ষা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ভারতীয় তরুণী শিবাঙ্গী। বিয়ের পিঁড়ি থেকে পরীক্ষার হলে আসা ছাত্রীদের এই ধরনের ঘটনা আগেও সামনে এসেছে। তবে এবারে এক হাইস্কুল ছাত্রকে দেখা গেলো বিয়ের পোশাকে পরীক্ষার হলে কলম হাতে।

ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। গাফল নিউজে বুধবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, এই যুবকের নাম মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি। সম্প্রতি তার বিয়ে ও পরীক্ষা একই দিনই পড়ে। তাই সৌদি আরবের ঐহিত্যবাহী বিয়ের পোশাক ‘বিশত আবায়া’ পরেই খুশি মনে পরীক্ষার হলে বসেন ফাহাদ।

স্থানীয় এক টেলিভিশনকে ফাহাদ জানান, আজ আমার তাফসীর পরীক্ষা। আমি খুব আশাবাদী। সব কিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আমি বিয়ে এবং পরীক্ষা, দু’টোতেই সফল হবো।

এরই মধ্যে এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অনেকেই ফাহাদের পরীক্ষা ও বিয়ের জন্য তাকে শুভকামনা জানান।

Exit mobile version