Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফারজিয়া নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশু ফারজিয়া আখাউড়া উপজেলার আইরুল গ্রামের মো. মামুন মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, গত দুই দিন ধরে ডায়রিয়ায় ভুগছিল ফারজিয়ার। বৃহস্পতিবার সকালে শিশুটির শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে মৃত্যু হয় তার।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাবিবা বেগম বলেন, ভোরে ডায়রিয়া ওয়ার্ডে শিশু ফারজিয়াকে ভর্তি করার পর আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা বেশ খারাপ ছিল। পরে সকালে মারা যায় শিশুটি।

Exit mobile version