Site icon Jamuna Television

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা করলেন মুক্তিযোদ্ধা সন্তান

জাহাঙ্গীর আলম সরকার। ফাইল ছবি।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে মামলা দায়ের করেছেন মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সৌরভ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে তিনি পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলাটি এরই মধ্যে আমলে নিয়ে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার। এ বিষয়ে সিআইডিকে তদন্ত করে আগামী ৫ জানুয়ারির মধ্যে ̈আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েও দল ও দেশের ক্ষতি করে চলেছেন মেয়র জাহাঙ্গীর। তিনি মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতাকে তুচ্ছ-তাচ্ছিল করে জাতিকে ছোট করেছেন বলেও অভিযোগ এই মুক্তিযোদ্ধা সন্তানের।

Exit mobile version