Site icon Jamuna Television

গলফ মাঠে শুকর ঢুকে লঙ্কা কাণ্ড!

ছবি: সংগৃহীত।

গলফ খেলার মাঠে ঢুকে পড়ল দু’টি শুকর। শুকর দুটোকে মাঠ থেকে বের করে দিতে গিয়ে হামলার শিকার হয়েছে তিনজন। এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শুকর দু’টির হামলায় তিনজনই গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যে ক্লাবটির মাঠে এ ঘটনা ঘটেছে সেই ক্লাবটির একজন বলেন, আশেপাশের কোনো ফার্ম থেকে এ শুকর আসেনি। একে দেখে মনে হয়েছে বন্য শুকর।

শুকর দুটো মাঠে প্রবেশ করার পর পরই খেলা বন্ধ করে দেয়া হয়। তবে তাদেরকে বের করে দিতে গেলেই বাঁধে বিপত্তি। দীর্ঘদিন পর গলফ ক্লাবটি পুনরায় খুললে এ ধরনের পরিস্থিতি শিকার হতে হয়। এ ঘটনায় পুলিশ কনো মন্তব্য করতে রাজি হয়নি।

Exit mobile version