Site icon Jamuna Television

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চলছে বৈঠক

দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট, যার মিউটেশনের ক্ষমতা অস্বাভাবিক রকমের বেশি।

করোনাভাইরাসের সম্পূর্ণ নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায়। এ নিয়ে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত ২২ জন রোগী শনাক্ত হয়েছেন। 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে বি.১. ১.৫২৯ । দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। দেশটির ভাইরলোজিস্টরা আশঙ্কা করছেন, করোনার চতুর্থ ওয়েভ খুব শীঘ্রই আঘাত হানতে পারে দক্ষিণ আফ্রিকায়।

আর, লন্ডনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের পরিচালক ফ্রাঁসোয়া ব্যাঁলো বলেন, বি.১. ১.৫২৯ ভ্যারিয়েন্টটির মিউটেশনের ক্ষমতা ও গতি আগেকার অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে অনেকগুণ বেশি। এ স্তরে এটির সংক্রমণের ক্ষমতা কেমন তা আগে থেকে ধারণা করা বেশ কঠিন।

Exit mobile version