Site icon Jamuna Television

কর্মচ্যুত করা হলো সেই ড্রাইভার ও তার সহকারীকে

গ্রেফতার হওয়া ময়লার গাড়ি চালক রাসেল।

অবৈধভাবেই গাড়ি বরাদ্দ গ্রহণ করে তা চালানোয় পরিচ্ছন্নতা কর্মী মো. হারুন মিয়া ও ঘাতক গাড়িটি চালানোর দায়িত্বে থাকা ড্রাইভার রাসেল সহযোগিতা করায় পরিচ্ছন্নতা কর্মী মো. আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্যকে চালাতে দেয়ায় সিটি করপোরেশনের গাড়ি চালক (ভারী) মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে, নগর ভবনের সামনে অবস্থান নেয়া নটরডেম কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির সাথে একমত জানিয়ে হত্যাকারী গাড়িচালকের ফাঁসি দাবি করেন ঢাকা (দক্ষিণ) সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় মেয়র বলেন, আমি কথা দিচ্ছি দক্ষিণ সিটির সকল জঞ্জাল মুক্ত করা হবে। এ ঘটনার সাথে জড়িত গাড়ি চালক ও চালকের সহকারী দু’জনকেই শাস্তি পেতে হবে। এছাড়াও, নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মেয়রের আশ্বাসে আন্দোলন কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Exit mobile version