Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে দাফন সম্পন্ন হলো নটরডেম কলেজ শিক্ষাথী নাঈমের

পুত্রশোকে বিহ্বল নাঈমের মা।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের জানাজা লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শমেসপুর গ্রামে তার নানার বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় পৌর শহরের কাজিরখিলে তার দাদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নাঈম হাসানের মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। নিহত নাইম হাসানের জানাজায় স্থানীয় রাজনীতিক,পেশাজীবী, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সে মারা যায়। এরপরই ঘাতক চালকের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গা বিক্ষোভ করে সহপাঠীরা।

Exit mobile version