Site icon Jamuna Television

ভারতে হিজাবসহ ছবি ব্যবহার করায় পুলিশে আবেদন বাতিল!

প্রতীকী ছবি।

আবেদনপত্রে হিজাব পরা ছবি ব্যবহার করার জন্য ‘বাতিল’ হয়ে গিয়েছিল প্রার্থীপদ। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কয়েকজন মুসলিম প্রার্থী। সেই মামলায় ভারতের হাইকোর্ট জানিয়েছে, যে মামলা দায়ের হয়েছে, তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে ফলাফল হবে, তা সংশ্লিষ্ট রিট পিটিশনের নির্দেশ মেনে করতে হবে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়। সেজন্য সেপ্টেম্বরে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছিলো। অভিযোগ উঠেছিলো, হিজাব পরে ছবি দেয়ায় প্রায় ১,০০০ জন মুসলিম মহিলার প্রার্থীপদ বাতিল করে দেয়া হয়েছিল। তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন প্রার্থী।

পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের (২০২০) নিয়ম অনুযায়ী, ছবিতে প্রার্থীর মুখে কোনোভাবে ঢাকা রাখা যাবে না। মুখ বা মাথা ঢাকা দিয়ে, চোখ ঢেকে থাকা সানগ্লাস পরে ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে। যদিও মামলাকারীদের দাবি, পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের (২০১৯) নির্দেশিকায় এরকম কোনো নিয়ম ছিল না।

সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, প্রাথমিক শুনানিতে আমার মনে হচ্ছে যে কোনো বিতর্কিত বিষয় জড়িত না থাকায় কোনো হলফনামায় ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হতে পারে। সেইসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে ফলাফল হবে, তা সংশ্লিষ্ট রিট পিটিশনের নির্দেশ মেনে করতে হবে। যে মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী বছরের ৬ জানুয়ারি।

Exit mobile version