Site icon Jamuna Television

১৯ তলা থেকে পড়েও বেঁচে গেলেন ৮২ বছরের বৃদ্ধা!

ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাক্রমে ২০ তলার বারান্দা থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেলেন ৮২ বছরের এক বৃদ্ধা। কিন্তু সৌভাগ্যক্রমে ওই বৃদ্ধা মাটিতে না পড়ে বারান্দার রেলিংয়েই আটকে যান। রেলিংয়ে আটকে ওই বৃদ্ধার উল্টো হয়ে ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংজুতে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলিমেইলের প্রতিবেদনে জানা যায়, ওই বৃদ্ধা বারান্দায় কাপড় মেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। বৃদ্ধা ২০ তলা থেকে পড়ে যাওয়ার পর ১৯ তলার বারান্দার রেলিংয়ে লাগানো র‍্যাকে তার পা আটকে যায়। এ সময় তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৮ তলায় ঝুলতে থাকে।

উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীদের একটি দল ১৯ তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৮ তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চলছে বৈঠক

এই ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওই বৃদ্ধাকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দক্ষতার সাথে বৃদ্ধাকে উদ্ধার করার জন্য নেটিজেনরা দমকল বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।

Exit mobile version