
রাজধানীর গুলশানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় চালক গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ১২টার দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে পড়ে। পরে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।
আশপাশের মানুষ আহত চালককে পাশের একটি হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, আহত চালক একাই ছিলেন গাড়িতে। তার নাম শাকিল আহমেদ। তবে, এখনও ওই চালকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তাৎক্ষণিকভাবে চালকের কোনো স্বজনও হাসপাতালে আসেননি।
 
				
				
				
 
				
				
			


Leave a reply