Site icon Jamuna Television

‘যুক্তরাষ্ট্র সবসময়ই বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়’

যুক্তরাষ্ট্র সবসময়ই নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়। কখনও গণতন্ত্রের কথা বলে কখনও আবার সন্ত্রাসবাদ বা দুর্নীতি নিয়ে। সিলেটে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, কে দাওয়াত দিলো বা দিলো না তাতে কিছু আসে যায় না। আমাদের গণতন্ত্র আমাদেরকেই ঠিক করতে হবে। অন্য কেউ ঠিক করে দেবে না।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নিয়ে চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে আগামী নির্বাচনে যেন একজনও মানুষও মারা না যায়। কোথাও কোনো বিচ্যুতি থাকলে তা ঠিক করতে হবে। গণতন্ত্র সুসংহত করা নিজেদের কাজ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version