Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় তামিলনাড়ুতে রেড অ্যালার্ট

ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের তামিলনাড়ু রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত, রেড অ্যালার্ট। শুক্রবার (২৬ নভেম্বর) রাজ্যের ৫ জেলায় এ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বন্ধ ঘোষণা করা হয়েছে ২২ জেলার স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে দেখা দিয়েছে এ বন্যা পরিস্থিতি। সকালে সর্বোচ্চ ২৫ দশমিক ৯ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখনে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট।

ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ২৩শ বাড়ি। এরই মধ্যে ধ্বংস হয়েছে কমপক্ষে ৫০ হাজার হেক্টর জমির ফসল। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে রাজ্যটিতে। বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া অফিস।

Exit mobile version