Site icon Jamuna Television

নোয়াখালীর ধানসিঁড়িতে ষড়যন্ত্রের মাধ্যমে নৌকার প্রার্থী বদলের অভিযোগে বিক্ষোভ

প্রার্থী পরিবর্তনের অভিযোগে নোয়াখালির ধানসিঁড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র প্রথমে প্রার্থী কামাল উদ্দিনকে দেয়া হয়। তবে পরবর্তীতে তার পরিবর্তে মনোনয়ন কামাল খানকে দেয়ার প্রতিবাদে স্থানীয় নিমতলী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড ২৩ নভেম্বর ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে দলীয় মনোনয়ন দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়েভসাইটে নাম প্রকাশ করে। পরবর্তীতে ২৪ ঘণ্টার মধ্যে ২৪ নভেম্বর কামাল উদ্দিনের নাম পরিবর্তন করে দলীয় মনোনয়নের চিঠিতে ব্যবসায়ী কামাল খানের নাম আসে।

বক্তারা জানান, ঐ চিঠিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাম এবং সিলে একাধিক ভুল রয়েছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ষড়যন্ত্রের মাধ্যমে কামাল উদ্দিনের পরিবর্তে কামাল খানকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

মানববন্ধন থেকে কামাল খানকে বাদ দিয়ে নৌকার প্রকৃত মাঝি কামাল উদ্দিনকে নৌকা প্রতীক দেয়ার দাবি জানানো হয় দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদকের কাছে।

এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, যুবলীগের সাবেক আহ্বায়ক সাহাব
উদ্দিন।

Exit mobile version