Site icon Jamuna Television

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কাউন্সিলরদের

ছবি: সংগৃহীত।

রাজশাহী প্রতিনিধি:

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলররা। শুক্রবার (২৬ নভেম্বর) পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক সভায় নেয়া সিদ্ধান্তের কথা জানান তারা।

কাউন্সিলররা জানান, গত বৃহস্পতিবার মেয়র আব্বাসের বিরুদ্ধে ১২ জন কাউন্সিলর সর্বসম্মত হয়ে অনাস্থা প্রস্তাব আনেন। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ছাড়াও তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির ৬টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে মেয়রের অপসারণ দাবি করে মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র আব্বাসের একটি অডিওক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শোনা যায় তাকে।

Exit mobile version