Site icon Jamuna Television

সালমান খানের আত্মীয় হতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা!

সংগৃহীত ছবি

আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সাথে আরেক নায়িকার বিয়ের খবর নিয়ে শোরগোল পড়েছে বলিউডে। নায়িকাটি আর কেউ নন, তিনি হলেন সোনাক্ষী সিনহা। গুঞ্জন শোনা যাচ্ছে, সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানের পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

বলিউড পাড়ায় চাউর হয়েছে, সালমান খানের ভাই সোহেলের শ্যালক বান্টি সচদেবাকে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী। ২০১৭ সালে একবার সোনাক্ষীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল। যদিও পরে তা ধামাচাপা পড়ে যায়। আবার তার বিয়ের খবর উঠে এসেছে। সোনাক্ষী আর বান্টিকে একাধিক অনুষ্ঠানে একসাথেই দেখা গেছে।

সোনাক্ষী স্কুলজীবনে এক ছেলের প্রেমে মশগুল ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা বলেন। পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সোনাক্ষী। যৌবনেও সোনাক্ষী একবার গভীর প্রেমে পড়েছিলেন। কিন্তু সে সম্পর্কও টেকেনি। পরে বিভিন্ন সময় তাঁর সঙ্গে অর্জুন কাপুর, শহীদ কাপুর, জাহির ইকবাল, আদিত্য শ্রফের সম্পর্কের কথা উঠে এসেছিল।

Exit mobile version