Site icon Jamuna Television

সলোমন দ্বীপে সামরিক বাহিনী পাঠালো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

সহিংসতা ঠেকাতে সলোমন দ্বীপে সামরিক বাহিনী, পুলিশ ও কূটনীতিকদের পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

টানা তৃতীয় দিনের মতো দেশটির রাজধানী হানিয়ারায় সংঘাত অব্যাহত থাকায় গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সামরিক বাহিনীর সাথে পুলিশ ও কূটনীতিকদের পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, সেখানে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

হনিয়ারায় জ্বলছে বাড়িঘর। ছবি: সংগৃহীত

সলোমনের অপর একটি দ্বীপ মালাইটার বাসিন্দাদের নেতৃত্বে গেল বুধবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয় এই সংঘাত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক এবং প্রশাসনিক বঞ্চনার অভিযোগ আনে তারা। বিক্ষোভে সলোমান দ্বীপের প্রধানমন্ত্রী ম্যানাশে সোভারের পদত্যাগ দাবি করা হয়। ভাংচুর চালানো হয় পার্লামেন্ট ভবনে।

এরপরই সংঘাত ছড়িয়ে পড়ে দ্বীপের বিভিন্ন এলাকায়। চালানো হয় লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সলোমনের প্রধানমন্ত্রী। এরপরই সেখানে নিরাপত্তা বাহিনী পাঠালো অস্ট্রেলিয়া।

Exit mobile version