Site icon Jamuna Television

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা হবে, এমন কোনো ইচ্ছা সরকারের নেই: গয়েশ্বর

দেশের মানুষ চাইলেও, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চায় না সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে ডিআরইউতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ​আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বলেন, খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকার পতনের দাবি মুখ্য হওয়া দরকার। কারণ, বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা হবে, এমন কোন ইচ্ছা সরকারের নেই। ৪০১ ধারায় পাঠানোর সুযোগ থাকলেও, তাকে বিদেশে পাঠাতে চায় না। গয়েশ্বর বলেন, ক্ষমা চাইলেই রাষ্ট্রপতি ক্ষমা করবেন সেই নিশ্চয়তা নেই।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Exit mobile version