Site icon Jamuna Television

বিয়েতে বিশেষ মেহেদি পরবেন ক্যাটরিনা, লাখ টাকা দিয়ে নিয়োগ দিলেন কারিগরও!

ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসছেন ক্যাটরিনা-ভিকি। এরই মধ্যে মহারাষ্ট্রের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে আনুষ্ঠানিক বিয়ের উদ্‌যাপন। বিয়ের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। নিয়ম মেনে মেহেদিতে রাঙাবেনও দু’হাত। তবে যে সে মেহেদি হাতে দেবেন না ক্যাটরিনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর বলছে, কোনো ধরনের রাসায়নিক ছাড়াই তৈরি মেহেদি হাতে দেবেন ক্যাটরিনা। এরজন্য মহারাষ্ট্রে বিশেষ কয়েকজন কারিগরকেও নিয়োগ দেয়া হয়েছে। তাদের একেক জনের পারিশ্রমিক ৫০ হাজার থেকে এক লাখ রুপি পর্যন্ত।

ইতিমধ্যেই মেহেন্দির নমুনা পাঠানো হয়েছে হবু কনেকে। তবে যে ব্যবসায়ী এই মেহেদি তৈরির দায়িত্ব নিয়েছেন, ভিকি-ক্যাটরিনার থেকে কোনও টাকা নিতে চাননি তিনি।

Exit mobile version