Site icon Jamuna Television

ম্যান ইউর কোচ হচ্ছেন রালফ র‍্যাংনিক

ম্যান ইউ কোচ হতে যাচ্ছেন রালফ র‍্যাংনিক। ছবি: সংগৃহীত

ওলে গানার সুলশারকে কোচের পদ থেকে অব্যাহতি দেয়ার পর চলতি মৌসুমের বাকি সময়ের জন্য রেড ডেভিল কোচ হিসেবে জার্মান রালফ র‍্যাংনিক নিয়োগ দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বর্তমানে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন র‍্যাংনিক। মাত্র ২৫ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করা র‍্যাংনিক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্টুটগার্ট, হফেনহাইম, শালকে ও হানোভারের।

জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ, টমাস টুখেল, নাগলসম্যানেরা যে গেগেনপ্রেসিং কৌশলের জন্য বিখ্যাত, তার আধুনিক যুগের কাণ্ডারি মানা হয় র‍্যাংনিককে। টমাস টুখেলকেও কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল এই জার্মানের মাধ্যমেই। গুঞ্জন আছে, ৬৩ বছর বয়সী র‍্যাংনিককে কেবল এই মৌসুমের জন্যই দায়িত্ব দেবে ম্যানইউ।

Exit mobile version