Site icon Jamuna Television

বন্ধুদের সঙ্গে ক্লাসরুমেই নাচ! ভাইরাল ছাত্রী

ছবি: সংগৃহীত

ক্লাসরুমের মধ্যেই নাচে মেতে উঠেছে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। শুধু তাই নয়, করোনাবিধিও নেই কারো। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওর ছড়িয়ে পড়লে তা স্কুলের প্রধান শিক্ষকের নজরে আসে। তিনি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের কোচবিহারের তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল স্কুলের। করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় দেড় বছর পর খুলেছে ওই অঞ্চলের স্কুল, কলেজ। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলছে।

ভিডিওতে দেখা যায়, পরনে স্কুলের পোশাক ও লাল-সাদা শাড়ি। ক্লাসরুমেই চলছে জনপ্রিয় হিন্দি গান। আর তারই তালে তালে দুলে উঠছে ছাত্রীরা। গান চালিয়ে অন্তত ৩ থেকে ৪ জন। তাদের মুখে নেই মাস্ক। ছাত্রীদেরই হাতে থাকা স্মার্টফোনে সেই নাচের ভিডিও রেকর্ড করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তা সামনে আসায় যথারীতি তীব্র অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ। তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রামাণিক জানিয়েছেন, স্কুলের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে বলে জেনেছি। যা দুঃখজনক। যারা স্কুলের মধ্যে ইউনিফর্ম পরে নিয়ম বহির্ভূতভাবে এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে আমি অভিভাবকদের ডেকে পাঠাব। আপাতত ওদের ক্লাস করা থেকে সাসপেন্ড করব। তারপর পরিচালন সমিতির সঙ্গে কথা বলে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা যায় কিনা দেখব।

Exit mobile version