Site icon Jamuna Television

টেকনাফে প্লাস্টিকের বস্তা থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোররাতে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের নাফ নদীর পাড়ে একটি চিংড়ি ঘের এলাকা থেকে এই ইয়াবা ট্যাবলেট জব্দ হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার দুপুরে দেয়া এক প্রেস রিলিজে জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সদস্যরা গতকাল ২৫ নভেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে হোয়াইক্যং আলমগীরের প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দলটি উক্ত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে নাফ নদীর তীরে গোপনে অবস্থান করে।

ভোররাতে টহল দল উক্ত এলাকা দিয়ে ৩ জন চোরাকারবারিকে ২টি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহল দল উক্ত ব্যক্তিদের দেখামাত্রই তাদের দিকে অগ্রসর হয়। দুষ্কৃতিকারীরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি দেখামাত্রই বহনকৃত বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক জানান, পরবর্তীতে টহলদল স্থানটিতে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

Exit mobile version