Site icon Jamuna Television

ফেসবুকে ছড়িয়ে পড়া বার্তাটি ভুয়া: মেটা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেককেই একটি পোস্ট শেয়ার করতে দেখা যাচ্ছে যে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃক প্রণীত নতুন নীতিমালা অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীদের যেকোনো তথ্য অবাধে ব্যবহারের সুযোগ পাবে প্রতিষ্ঠানটি। এমনকি মুছে ফেলা মেসেজও বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে তারা। ফেসবুকের একজন মুখপাত্রের বরাতে এএফপি জানিয়েছে, এ বার্তাটি গুজব ও ভুয়া।

ছড়িয়ে পড়া বার্তাটিকে ভুয়া বলে নিশ্চিত করেছেন ফেসবুকের থাইল্যান্ড ও লাওস অঞ্চলের কমিউনিকেশন ম্যানেজার মানশুয়েন কোবাপিরাত। এএফপির ফ্যাক্টচেক দলকে মানশুয়েন বলেন, আমি নিশ্চিত করতে পারি ছড়িয়ে পড়া ওই লেখার কোনো সত্যতা নেই।

ভুয়া ওই বার্তাটি বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, ইথিওপিয়া, ও সিঙ্গাপুরের ফেসবুক ব্যবহারকারীদের নিউজফিডে বেশি দেখা যাচ্ছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

Exit mobile version