Site icon Jamuna Television

সৌদি যুবরাজের পকেটে থাকেন ট্রাম্প জামাতা কুশনার!

নানা কারণে আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার। তবে, এবার আলোচনায় এলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক মন্তব্যের কারণে। কুশনার নাকি সৌদি যুবরাজের পকেটে থাকেন!

প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে কোনো একসময় সালমানকে সতর্ক করেছিলেন কুশনার। সে প্রসঙ্গ টেনে কাতারের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সৌদি যুবরাজ নাকি বলেছিলেন, কুশনার তার পকেটে থাকেন। রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বব্যাপী সাড়া জাগানো মার্কিন সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট।

তবে কুশনারের আইনীজীবী এই খবরকে ‘মিথ্যা ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তার কথা, জবাব দেওয়ার যোগ্য নয় এটি। ইন্টারসেপ্টই এ বিষয়ে ভালো বলতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সৌদি যুবরাজ।

এদিকে, নিরাপত্তা অনুমোদন না পাওয়ায় গোপন গোয়েন্দা নথি দেখার সুযোগ হারিয়েছেন ট্রাম্প-জামাতা। সফররত সৌদি যুবরাজ তার সাথে বৈঠক করবেন। সেখানে, সৌদি যুবরাজ কতটা তথ্য পাবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমসসহ আরও কয়েকটি গণমাধ্যম।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version