Site icon Jamuna Television

খালেদা জিয়াকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছে সরকার: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন সাজা প্রাপ্ত আসামি; তারপরও দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্পাদক মণ্ডলীর সভা শুরুর আগে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার নামে দেশে নৈরাজ্য সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে। তাকে স্লো পয়জনিং করার যে অভিযোগ বিএনপি মহাসচিব করছেন সেটা তাদের ঘাড়েই পড়ে বলে জানান তিনি।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরানোর কোনো পরিকল্পনা যদি থেকে থাকে; তবে সেটা বিএনপির আছে। তাই এই জন্য মির্জা ফখরুল ইসলাম হুকুমের আসামি হবেন; শেখ হাসিনা নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কৃতজ্ঞতাবোধ কম তাই তারা ষড়যন্ত্রের পথ থেকে সরে আসেনি। তাই দলের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

ইউএইচ/

Exit mobile version