Site icon Jamuna Television

রাজশাহীতে কলেজছাত্রের আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন দায়ীদের নাম

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্র। তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে চারজনের নাম লিখে তাদেরকে তার মৃত্যুর জন্য দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চিরকুটের হাতের লেখাটি তার কি না সেটি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত মারুফ পুঠিয়ার বানেশ্বর কলেজে সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজশাহীর কাটাখালী থানার কুখণ্ডি এলাকার আবু তালুকদারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে চার যুবক মারুফের মোবাইল ফোন কেড়ে নেয়। শুক্রবার সকালে মোবাইল ফেরত চাইতে গেলে তাকে মারধর করা হয়। দুপুরে বাড়ি ফিরে মারুফ তার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মরদেহের পাশে পাওয়া হাতে লেখা চিরকুটে রবিন, হৃদয়, সজল ও জুয়েল নামে চারজনের নাম লিখে নিচে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য দায়ী।’

চিরকুটে আরও লেখা রয়েছে, ‘মা আমাকে মাফ করে দিস। মুন্নি আমি তোকে অনেক ভালোবাসি। ভালো থাকিস তুই সুখে থাকিস।’

কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, তারা বিষয়টি তদন্ত করবেন। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। মারুফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version