Site icon Jamuna Television

রাজধানীতে সাত তলা ভবন থেকে ফেলে দেয়া এক নবজাতক উদ্ধার

রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিটের পাশে ভবন থেকে ফেলে দেয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, সড়কের পাশের একটি সাত তলা ভবন থেকে ফেলে দেয়া হয় নবজাতক শিশুটিকে। কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় তারা। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় নিবেদিতা শিশু হাসপাতালে নেয়া হয়। কিন্তু ভর্তি না করায় নেয়া হয় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটি জীবিত থাকায় তাকে ভর্তি দিয়েছেন। বর্তমানে নবজাতকটি ভর্তি রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুনের রহস্য

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত শিশুটির অভিভাবক শনাক্ত করে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Exit mobile version