Site icon Jamuna Television

প্রমাণ ছাড়া ফিরতে পারবে না রোহিঙ্গারা!

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সবাইকে ফিরিয়ে নেবে না বলে জানিয়েছে দেশটির সরকার। এ জন্য তাদের মিয়ানমারে বসবাসের প্রমাণ দেখাতে হবে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন, দেশটির পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ইন মিয়াত। দু’সপ্তাহ ধরে চলা দমন-পীড়নে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে এ কথা বলেন তিনি।

তবে মিয়ানমার এই অবস্থানের ফলে হাতে গোনা কিছু রোহিঙ্গাই নিজ ভূমিতে ফিরে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ বাংলাদেশে প্রায় ৩ লাখ রোহিঙ্গা এলেও তাদের অধিকাংশেরই নেই মিয়ানমারের নাগরিকত্ব। আর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গারা আর কী ধরনের প্রমাণপত্র নিয়ে আসতে পারে তাদের সাথে? ফলে ইন মিয়াতের এমন ঘোষণা কতটা কার্যকরী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

এদিকে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, বাংলাদেশ সীমান্ত বরাবর ভূমি-মাইন পেতে রেখেছে মিয়ানমার, যেন শরণার্থী হওয়া রোহিঙ্গা মুসলিমরা যাতে আবার সেদেশে ফিরে যেতে না পারে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version