Site icon Jamuna Television

ইউক্রেনের সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে রাশিয়া

ইউক্রেন বলছে, রাশিয়ার পরিকল্পনা ছিল ডিসেম্বরের শুরুতেই অভ্যুত্থান ঘটানো। আইস্টকের ছবি।

অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেনের বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে রাশিয়া, এমন অভিযোগ কিয়েভের। এরইমধ্যে একাধিক পরিকল্পনা নস্যাত করা হয়েছে বলেও দাবি করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি অভিযোগ জানিয়ে বলেন, রাশিয়ার পরিকল্পনা ছিল ডিসেম্বরের শুরুতেই অভ্যুত্থান ঘটানো। এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

জিলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তৎপরতায় এই অভ‍্যুত্থ্যান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। জিলেনস্কির অভিযোগ ইউক্রেনে অবস্থানরত ব্যক্তি এই অভ্যুত্থান পরিকল্পনার সাথে জড়িত যাদের রাশিয়ার সাথে সুসম্পর্ক রয়েছে। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে রিনাত আখমেদভ নামে এক ব্যবসায়ীর। যাকে জিলেনস্কির অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হয়।

Exit mobile version