Site icon Jamuna Television

নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় বুস্টার ডোজ বানাবে মডার্না

করোনা নতুন ধরন মোকাবেলায় টিকার বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্না।

শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা আসে। মডার্না জানায়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় তিনটি পর্যায়ে চলছে। এরমধ্যে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে টিকার বুস্টার ডোজ তৈরি। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রচলিত টিকার ডোজ উচ্চ মাত্রায় দেয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল জানান, করোনার নতুন ভ্যারিয়েন্টের জিনগত রূপান্তর বেশ উদ্বেগের। এটি মোকাবেলায় কার্যকর উপায় বের করতে কাজ চলছে। তবে কবে নাগাদ এই বুস্টার ডোজ বের হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা।

Exit mobile version