Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে তুলে নিয়ে কুপিয়ে আহত

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ডিবি পরিচয়ে বিল্লাল গাজী নামের এক ব্যাক্তিকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দিতে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহত বিল্লাল গাজী জানান, রাতে ডিবি পরিচয়ে তাকে ঘর থেকে বের করা হয়। পরে ২০-২৫ জন অস্ত্রধারী তাকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আসন্ন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিল্লাল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। তার ধারণা, এটিকে কেন্দ্র করেই হামলা হতে পারে।

পুলিশ বলেছে হামলায় জড়িতদের পরিচয় উদঘাটন করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version