Site icon Jamuna Television

বায়ো বাবলে হাঁপিয়ে ওঠায় বিসিবির চাকরি ছেড়েছেন ক্যালেফাতো

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও’র পদে আর থাকছেন না জুলিয়ান ক্যালেফাতো। জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি ছিল তার শেষ অ্যাসাইনমেন্ট। কোভিড প্রোটকলে ক্লান্ত হয়ে বিসিবির সাথে আর চুক্তি নবায়ন করেনি ক্যালেফাতো।

আরও পড়ুন: অপরাজিত ৬৩! হিউজের চলে যাওয়ার সাত বছর

নিজের ইনস্টাগ্রাম বার্তায় এই ফিজিও জানান, করোনাকালে কোয়ারেন্টাইনের সঙ্গে খাপ খাইয়ে নেয়াটা কঠিন হয়ে পড়েছে তার জন্য। সেই সাথে গত ১৮ মাসে ১০০’র বেশি কোভিড টেস্ট দিয়ে বিরক্ত ক্যালেফাতো। বাংলাদেশ ক্রিকেট দলের সাথে কাজ করার সময় ভারতে দিনরাতের টেস্টের অংশ হওয়া আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়কে বড় অর্জন বলছেন এই ফিজিও।

২০১৯ সালের আগস্টে ক্যালেফাতোকে নিয়োগ দেয় বিসিবি। দুই বছরের বেশি সময় কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। বিদায় বেলায় তিনি ধন্যবাদ জানিয়েছে বিসিবিকে।

Exit mobile version