Site icon Jamuna Television

খোঁজ মেলেনি কালিয়াকৈরের কাউন্সিলর প্রার্থী মেহেদীর

৩ দিনেও খোঁজ মেলেনি গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সেই কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফজরের নামাজ শেষে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মেহেদী। পৌর নির্বাচন সামনে রেখে প্রতিদিনের মতো সকাল ৭টায় নির্ধারিত স্থানে প্রচারে অংশ নেয়ার কথা ছিল তার। সেখানে তাকে না পেয়ে বাড়িতে খোঁজ নেন সমর্থকরা। বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনও।

পরে কালিয়াকৈর থানায় ডায়েরি করেন মেহেদীর বাবা। তার অভিযোগ, কাউন্সিলর পদে অংশ নেয়ায় গুম করা হয়েছে তার ছেলেকে। মেহেদীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version