Site icon Jamuna Television

মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে ঢাকা উত্তর ছাত্রলীগের সব ইউনিট

মেয়াদোত্তীর্ণ আর বিলুপ্ত কমিটিতে চলছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৮ ইউনিট। দীর্ঘদিনেও তা পুনর্গঠনে নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ ও হতাশ নেতাকর্মীরা।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৮ ইউনিট। তার ৬টিরই নেই মেয়াদ। বাকী দুই কমিটিও আগেই বিলুপ্ত। মেয়াদোত্তীর্ণ আর বিলুপ্ত এই কমিটি নিয়েই চলছে কার্যক্রম। এতে মাঠ পর্যায়ে বড়ছে ক্ষোভ। দেখা দিচ্ছে বিশৃঙ্খলা।

পরিসংখ্যান বলছে, সবশেষ এক বছর মেয়াদে ২০১৫ সালে দেয়া হয় সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি। একই সময়েই দেয়া হয় সাভার সরকারি কলেজ, পৌর ও আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি। তারও আগে গঠন হয় ধামরাইয়ের কমিটিগুলো। নানা অভিযোগে আশুলিয়া ও ধামরাই ছাত্রলীগের কমিটি দুটি বিলুপ্ত করে জেলা কমিটি।

তবে এর দায় নিতে নারাজ ঢাকা জেলা উত্তরের কমিটি। যদিও দ্রুতই সংকট কেটে সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

Exit mobile version