Site icon Jamuna Television

ভোলায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

নিহত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু। সংগৃহীত ছবি।

ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ধনিয়া কাঠির মাথা এলাকা থেকে আবুল বাসারকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত স্পিডবোট। ১৬ জনকে আসামি করে নিহতের ভাইয়ের করা হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয় তাকে।

শুক্রবার সন্ধ্যায় ভোলার মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তার সমর্থকরা। মেঘনা নদীর নাছির মাঝি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটু।

এছাড়া টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহতের ঘটনায় মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকে।

Exit mobile version