Site icon Jamuna Television

গুলশান হেলথ ক্লাবে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের জন্য দোয়া

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্য দোয়া মাহফিল আয়োজন করেছে গুলশান হেলথ ক্লাব। এসময় করোনায় মারা যাওয়া ক্লাবের অন্যান্য সদস্যদের জন্যও দোয়া করা হয়।

গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই দোয়ার আয়োজন করা হয়। মাহফিলে গুলশান হেল্থ ক্লাবের মারা যাওয়া সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের পারলৌকিক শান্তির জন্যও দোয়া করা হয়।

মাহফিলে বলা হয়, নুরুল ইসলাম শুধুমাত্র একজন শিল্পপতি ও মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। দেশ ও সমাজের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি।

গত বছর ১৩ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই মুক্তিযোদ্ধা। করোনা মহামারিতে গুলশান হেলথ ক্লাবের আরও কয়েকজন সদস্য মারা যান।

Exit mobile version