Site icon Jamuna Television

ইসরায়েলের সাথে চুক্তির প্রতিবাদে উত্তাল জর্ডান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাথে বিদ্যুৎ চুক্তি করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্ডান। জাতীয় পতাকা ও প্লাকার্ড হাতে আন্দোলন করছে দেশটির হাজার হাজার জনগণ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানী আম্মানের সড়কে নামেন দেশটির হাজার হাজার বাসিন্দা। আন্দোলনে অংশ নেয় দেশটির ইসলামপন্থী, বামপন্থী ও বিভিন্ন আদিবাসী দলও।

মূলত ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তিটি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা অংশ নেন ইসরায়েল বিরোধী সমাবেশেও। তাদের দাবি, চুক্তির মাধ্যমে প্রতিবেশি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। একই দাবি বিরোধী দলের নেতাকর্মীদেরও। এতে করে দেশটির ওপর নির্ভরশীলতা তৈরি হবে বলে মনে করছেন তারা।

গত সোমবার দুবাইয়ে প্রজেক্টটির প্রাথমিক কাগজপত্রে সাক্ষর করেন জর্ডানের পানি বিষয়ক মন্ত্রী ও ইসরায়েলের জ্বালানী মন্ত্রী। সংযু্ক্ত আরব আমিরাতও চুক্তিটিতে সাক্ষর করে। মূলত, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায়ই চুক্তিটি সাক্ষরিত হয়।

Exit mobile version