Site icon Jamuna Television

খালেদা জিয়ার অসুস্থতা বিএনপির নতুন অ্যাজেন্ডা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ

আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। খালেদা জিয়ার অসুস্থতা বিএনপির নতুন অ্যাজেন্ডা। এই অ্যাজেন্ডাকে সামনে রেখে তারা জনগণের সহানুভূতি আদায় করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর উত্তর ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই। বিএনপির ক্ষমতার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না। যেকোনো ধরণের অপচেষ্টা রুখতে আওয়ামী লীগের কর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে সমস্যার কারণে রক্তপাত বন্ধ হচ্ছে না: ফখরুল

হানিফ আরও বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে যাওয়ার সুযোগ নেই। তবে,রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে ও রাষ্ট্রপতি তাকে ক্ষমা করলে তিনি খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন।

Exit mobile version