Site icon Jamuna Television

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে সড়ক অবরোধ করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক। তবে সড়ক অবরোধ করা উচিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শীর্ষক সেমিনার এবং মুক্তিযুদ্ধে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা অপারেশনে অংশগ্রহণকারী “ক্র্যাক প্লাটুনের” বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ জনগণের অনেক ভোগান্তি হয়েছে। ময়লাবাহী দুইটি গাড়িচালককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও জানান। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version