Site icon Jamuna Television

নদী‌ থেকে ওড়নায় পেঁচা‌নো নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর পাড় থেকে ওড়নায় পেঁচানো নবজাতেকর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পৌর শহরের খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ‌টি ওড়নায় পেঁচা‌নো অবস্থায় নদী‌তে ভাস‌ছিল ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন গলা‌চিপা থানার ও‌সি এমআর শওকত আ‌নোয়ার হো‌সেন।

স্থানীয়রা জানায়, রাবনাবাদ নদীতে হ‌রি‌দেবপুর খেয়া পারাপা‌রের সময় সকাল দশটার দিকে লাল রং‌য়ের এক‌টি ওড়নায় পেঁচা‌নো নবজাতকের লাশটি ভাস‌তে দেখে খেয়ায় থাকা যাত্রীরা। প‌রে তারা পুলিশকে খবর দেয়। ততক্ষ‌ণে লাশ‌টি ভাস‌তে ভাস‌তে নদীর পা‌ড়ে চ‌লে আ‌সে। আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় ওই নবজাতককে রাবনাবাদ নদীতে ফেলে দেয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি খেয়াঘাট এলাকায় এসে পৌঁছায়।

গলাচিপা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার হো‌সেন আ‌রও জানান, লাশটি উদ্ধার করে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে। তি‌নি জানান, লাশ‌টি নদী‌তে দীর্ঘক্ষণ ভাস‌ছিল। নদীতে ভে‌সে ভে‌সে পা‌ড়ে এ‌সে পৌঁছেছে। আমরা সম্ভাব্য সব দিক মাথায় রে‌খে কাজ ক‌রে যা‌চ্ছি।

Exit mobile version