Site icon Jamuna Television

চট্টগ্রামে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি।

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪.২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমার। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টা ৪৭ মিনিটের দিকে চট্টগ্রামে এই ভুমিকম্প অনুভূত হয়।

এর আগে, শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামসহ সারাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার, ইউএমসিএসের পরিমাপ অনুযায়ী ভারত ও মিয়ানমার সীমান্তে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

Exit mobile version