Site icon Jamuna Television

রাশিয়া-চীনের হাইপারসনিক অস্ত্রের কাছে অসহায় যুক্তরাষ্ট্র

রাশিয়া ও চীন যে ধরনের হাইপারসনিক অস্ত্র বানাচ্ছে তার সামনে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা নিতান্তই অসহায়। খোদ পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জন হাইটেন এ মন্তব্য করেছেন। তিনি স্বীকার করেছেন, রাশিয়া ও চীন যে ধরনের আধুনিক অস্ত্র তেরি করছে যুক্তরাষ্ট্র তা চেয়ে চেয়ে দেখছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন হাইটেন। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন হাইটেন।

ব্রিটেনের দৈনিক এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে, হাইটেন সিনেটের ওই কমিটিতে বলেছেন, রাশিয়া ও চীন শব্দের চেয়েও দ্রুতগতিসম্পন্ন অস্ত্রের প্রযুক্তি অর্জনের জন্য সক্রিয় রয়েছে এবং মার্কিন সরকার এ বিষয়ে কেবল তাদের নানা পরীক্ষা নীরব দর্শক হয়ে দেখছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো এসব অস্ত্র মহাকাশের নিচের স্তরগুলো পর্যন্ত উচ্চতা দিয়ে যেতে সক্ষম।

এর আগে, পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট ট্রাম্পে কোনো অবৈধ সিদ্ধান্ত মেনে নেবেন না এমন মন্তব্য করে আলোচিত হয়েছিলেন হাইটেন। ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলে হাইটেন এ মন্তব্য করেছিলেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version