Site icon Jamuna Television

মুহাম্মাদ (সা.) এর প্রতীকী ছবি ছেপে তোপের মুখে তুরস্ক

ছবি: সংগৃহীত।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)- এর প্রতীকী ছবি ব্যবহারের জন্য তুরস্ক নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ার একটি অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ স্কুলের পাঠ্যপুস্তক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এএফপির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২৬ নভেম্বর) একজন স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানান। তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় বইটি ২৫ নভেম্বর বিতরণ করে। এতে এমন চিত্র রয়েছে যা দেখে স্থানীয় বাসিন্দারা নিন্দা ও ক্ষোভে ফেটে পড়ে। বইয়ের একটি ছবিতে দেখা যাচ্ছে, একজন দাড়িওয়ালা ব্যক্তি (গোলাপি সোয়েটার এবং বারগান্ডি প্যান্ট পরা) তার মেয়েকে একটি স্কুল বাস থেকে নামিয়ে নিচ্ছেন। ছবিটির শিরোনামে লেখা হয়, নবী (সা.) তাঁর কন্যা ফাতিমাকে গ্রহণ করছেন।

আরও পড়ুন: ওমরাহ ছাড়াই তাওয়াফ করা যাবে কাবা শরীফ

স্থানীয় শিক্ষা কর্মকর্তা জুমা কাজকাজ বলেন, তুর্কি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আঙ্কারা নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ার এলাকার বেশ কয়েকটি স্কুল থেকে বইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে আল- বাব শহর, যেখানকার বাসিন্দারা বিক্ষোভের হুমকি দিয়েছে এবং জারাব্লুস শহরের বাসিন্দারা বইটির কপি পুড়িয়ে দিয়েছে।

দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়াতেপ গভর্নরেটের অফিস এক বিবৃতিতে বলেছে, বইটির বিষয়বস্তুতে অগ্রহণযোগ্য সমস্যা রয়েছে।

আরও পড়ুন: মদিনায় বাস- ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮

Exit mobile version